গম্ভীরের চোখে কোহলি ‘শাহেনশাহ’, বুমরা ‘খিলাড়ি’

 

ভারতে ক্রিকেটের সঙ্গে বলিউডের সংযোগ বেশ পুরোনো। আইপিএলের কারণে গত কয়েক বছরে যা আরও বেড়েছে। এখন একেকজন ক্রিকেটারকে যদি বলিউড সিনেমার কোনো চরিত্রের সঙ্গে তুলনা টানা হয়, তবে কেমন দাঁড়াবে ব্যাপারটা?

ঠিক এমনই ‘চ্যালেঞ্জ’–এ দাঁড় করানো হয়েছিল ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে। নামে ‘গম্ভীর’ হলেও বেশ হাসি মুখেই বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পর্দার তারকাদের সঙ্গে মিলিয়েছেন ভারত কোচ। বলেছেন, তাঁর চোখে বিরাট কোহলি হলেন ‘শাহেন শাহ’, আর যশপ্রীত বুমরা ‘খিলাড়ি’। বলিউডে শাহেন শাহ বলা হয় অমিতাভ বচ্চনকে, আর ‘খিলাড়ি’ হিসেবে পরিচিত অক্ষয় কুমার। গম্ভীর ‘উপাধি’ দিয়েছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, এমনকি নিজেকেও।

ভারতের ক্রিকেট তারকাদের জন্য গম্ভীরের সিনেমা–অনুপ্রাণিত নাম দেওয়ার ঘটনাটি দিল্লি প্রিমিয়ার লিগের। এ সপ্তাহে দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালের পর উপস্থাপিকা শেফালি বাগা গম্ভীরকে খেলোয়াড়দের জন্য সিনেমা থেকে ডাকনাম দিতে বলেন।

কোহলি ও বুমরা যখন ভারতীয় দলের উদ্‌যাপনে
কোহলি ও বুমরা যখন ভারতীয় দলের উদ্‌যাপনেরয়টার্স

গম্ভীর ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে দেন ‘দাবাং’ তকমা। সালমান খান অভিনীত দাবাং চরিত্রটি ‘নির্ভয়’ বা ‘অসম সাহসী’ বোঝাতে ব্যবহার হয়। গম্ভীর ভারতের আরেক সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে অভিহিত করেছেন ‘বাদশা’ বলে। যাঁদের সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানের জন্যও একটা করে নাম নিয়েছেন গম্ভীর। তাঁর চোখে সৌরভ হলেন ‘টাইগার’, দ্রাবিড় ‘মিস্টার পারফেকশনিস্ট’ এবং কিছুদিন আগে অবসর নেওয়া ধাওয়ান ‘গব্বর’।

গম্ভীরের দল নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে এরই মধ্যে। ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ। জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর এটিই গম্ভীরের অধীনে ভারতের প্রথম টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *